শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

পর্যটকদের প্রথম চাহিদা মহেশখালীর মিষ্টি পান 

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

পর্যটকদের প্রথম চাহিদা মহেশখালীর মিষ্টি পান 

দেশ বিদেশে পরিচিত মহেশখালীর মিষ্টি পান। এই পান নিয়ে গান গেয়েছে বাংলাদেশের অনেক পরিচিত শিল্পীরা। তাই কক্সবাজার এসে পর্যটকরা মহেশখালীর মিষ্টি পানের খিলি খেতে চান। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মহেশখালী ঘাটে খিলি পান ব্যবসায়ী মুহাম্মদ রাশেল জানান, তারা প্রত্যেকে দৈনিক হাজার উর্ধ্বে পানের খিলি বিক্রি করে থাকে বিশেষ করে সাপ্তাহের শুক্র ও শনিবার। যাদের কাছে পানের খিলি বিক্রি করে তাদের ৯০% লোকজনই পর্যটক। এদিকে বড়মহেশখালী পানের বাজারে গেলে দেখা যায় চাষিদের মুখে ক্ষোভের ছাপ।

তাদের অনেকের দাবি যুগযুগ ধরে দেশ বিদেশে পরিচিত মহেশখালীর মিষ্টি পান। তবে পানের জিআই স্বীকৃতি কিভাবে রাজশাহীর পান চাষিদের পক্ষে যায়? অথচ প্রতিবছর ঝড় বৃষ্টির মধ্যে অনেক লস দিয়ে  আমরা আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। আমরা সংশ্লিষ্ট কতৃপক্ষকে আমাদের মিষ্টি পানের জিআই স্বীকৃতি দেয়ার দাবি জানাচ্ছি। 

সঙ্গে পান চাষিরা পানের ন্যায্য মূল্য দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মহেশখালীর কৃষি কর্মকর্তা জানান, তার কাছে পানের জিআই স্বীকৃতির জন্য কোন প্রকার চিঠি বা তথ্য চাওয়া হয়নি। 

মহেশখালী-কুতুবদিয়ার এমপি আশেক উল্লাহ রফিক বলেন, মহেশখালীর ঐতিহ্য মিষ্টি পানের জিআই স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট দফতরে তদবির চলমান রয়েছে এবং অফিসিয়াল কাগজপত্র তৈরি করতে লোকবল দেয়া হয়েছে, আশা করি মিষ্টি পানের জিআই স্বীকৃতি আমরাই পাবো ইনশাআল্লাহ।

টিএইচ